নিজস্ব সংবাদদাতা, গোসাবা :
পরিবারের সাথে চিকিৎসা করাতে এসে নদী পার হওয়ার সময়, মাঝ নদীতে ঝাঁপ দিল এক মানসিক ভারসাম্যহীন রোগী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গোসাবা থানার হেনা নদীতে। মানসিক ভারসাম্যহীন যুবক ফটিক হালদার (৪২)।স্থানীয় ও পুলিশ সূত্রে, বাসন্তী থানার চাঁদখালী বাসিন্দা ফটিক হালদার তার পরিবারের সাথে চিকিৎসার জন্য আসে গোসোবা পাঠানখালী তে। এরপর বাড়ি ফেরার পথে হেনা নদী পার হওয়ার সময় , মাঝ নদীতে ঝাঁপ দেয় ফটিক। আর স্থানীয় মানুষজন ও গোসাবা থানার পুলিশের সহযোগিতা বহু খোঁজাখুঁজির পর তাকে হেনা নদীর ইটাহারা চর থেকে উদ্ধার করে। তবে তার পরিবার জানান ফটিক হালদার একজন মানসিক ভারসাম্যহীন রোগী।