এই বাংলায় ওয়েব ডেস্কঃ- শুক্রবার সকালে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপ। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬.২। প্রায় ৭ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। কম্পনের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহু বাড়ি, অফিস, হোটেল, হাসপাতাল। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পরে হাজার হাজার মানুষ।
কম্পনের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। আহত প্রায় ৭০০ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মামুজু এবং ম্যাজিন শহর। ম্যাজিনে ৪ জন এবং মামুজু-তে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত এবং আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুই শহরে বহু বাড়ি ভেঙে পড়েছে। মাজুমু শহরে একটি হাসপতাল ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। হাসপাতালের ধ্বংসস্তূপের নীচে বহু রোগী ও হাসপাতাল কর্মী চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
প্রসঙ্গত শুক্রবারের আগে বৃহস্পতিবারও ওই দ্বীপে কম্পন অনুভূত হয়। ফলে মনে করা হচ্ছে শুক্রবার কম্পন ছিল পূর্ববর্তী কম্পনের আফটার শক। কম্পনের উৎসস্থল ছিল ম্যাজিন শহরের উত্তর-পূর্বে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। যদিও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।