সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:-
গত সেপ্টেম্বর মাসের সাত তারিখে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সিংফরকা গ্রামের বাসিন্দা জবা রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ ও পরে খুন করা হয়। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ। সেই ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে রাজবংশী ইউনাইটেড জনজাগরন কমিটির পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হল আজ। এই উপলক্ষ্যে রাজবংশী ইউনাইটেড জনজাগরন কমিটির পক্ষ থেকে একটি মিছিলের মাধ্যমে জেলা শাসক অফিসে এসে ডেপুটেশন জমা দেওয়া হল। এই ডেপুটেশন দলের সাথে জবা রায়ের মা ও বোন উপস্থিত ছিলেন। জবা রায়ের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে আজ দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের অফিস চত্বর ছিল মুখরিত।