eaibanglai
Homeএই বাংলায়লক্ষ্মী পূজা কে কেন্দ্র করে আনন্দে মাতলেন দুই পাড়ার বাসিন্দারা

লক্ষ্মী পূজা কে কেন্দ্র করে আনন্দে মাতলেন দুই পাড়ার বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া :

লক্ষ্মী পুজো বাংলার ঘরে ঘরে মা কোজাগরী লক্ষ্মীর আরাধনা চলছে । এমন কোনো ঘর নেই যেখানে মা লক্ষ্মীর আসন নেই । আর সেই মতো প্রতিবছরের মতো এবছরও লক্ষ্মী পুজোর আয়োজন করেছে পাত্রসায়ের নারায়ণ পুর পঞ্চায়েতের বাঁশবেড়া ও ধোবাবেড়া পাড়ার বাসিন্দারা ।

পাত্রসায়ের নারায়ণপুর বনেদি বারির পুজো কে কেন্দ্র করে মেতে উঠেছিলেন সকলেই , আর তারপরেই মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছেন দুই পাড়ার বাসিন্দারা । দুটি পাড়ার মধ্যে এমন মেলবন্ধন খবই কম চোখে পড়ে । এই পূজাকে কেন্দ্র করে আট থেকে আশি সকলেই মেতে ওঠেন । তবে এই পুজো ” ইলেবেন বুলেটস ” ক্লাবের উদ্যোগে করা হয়ে থাকে ।

পুজো কমিটির এক সদস্য মহাদেব দাস বৈরাগ্য বলেন 2001 সাল থেকে আমরা দুই গ্রাম একত্রিতভাবে এই পুজো করে আসছি । পুজোর তিনদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে । আমরা চাই আগামী দিনেও দুই গ্রামের মধ্যে এই মেলবন্ধন অটুট থাকুক ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments