প্রতিনিধি, বাঁকুড়া:-
বিগত দু’দিন ধরে পঠন-পাঠন বন্ধ রেখে থেকে কলেজ কর্তৃপক্ষের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে গেটে তালা দিয়ে গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় ওই আইটিআই কলেজের ছাত্রছাত্রীরা। যদিও কলেজ কতৃপক্ষ অভিযোগের ব্যাপারটি মানতে নারাজ।

কলেজ পড়ুয়ারা এদিন দাবি করে, তাদের দুই শিক্ষককে বিনা কারনে কোনরকম নোটিশ না দিয়ে চাকরি থেকে সরানো সহ কলেজ থেকে ফেক প্লেসমেন্ট ,ম্যানেজম্যান্ট কতৃপক্ষের অসভ্য ভাষায় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কথাবার্তা, ছাত্রীদের সাথে অশালীন আচরণ, নিয়ম বর্হিভূত টাকা নেওয়া, বিনা নোটিশে কলেজ বন্ধ করে স্টুডেন্টদের হেনস্তা করা সহ একাধিক দাবিতে কলেজের গেট বন্ধ করে আজও বিক্ষোভে বসলেন কলেজ পড়ুয়ারা।

অন্যদিকে কলেজের ম্যানেজমেন্ট প্রিন্সিপাল অর্ঘ্যদীপ পানিগ্রাহী ছাত্রদের তোলা সব অভিযোগ ভিত্তিহীন দাবি। এবং পুরো দোষারোপ ম্যানেজমেন্টের ঘাড়ে দোষ চাপিয়ে এড়িয়ে যান এদিন।