সংবাদদাতা, মুর্শিদাবাদ-
কয়েকদিন ধরে চলা গ্রামীন স্বাস্থ্যকর্মীদের ঘিরে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে চরম বিক্ষোভ অবরোধের জেরে একগাদা পদক্ষেপের কথা ঘোষণা করল জেলা স্বাস্থ্য দপ্তর।মূলত ইন্দ্রধনুষ টিকাকরণ কর্মসূচি ও খাদ্য সুরক্ষা প্রকল্প সফল করতে গ্রামীন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা মিলে বাড়ি বাড়ি সাধারণ মানুষের তথ্য সংগ্রহের কাজ শুরু করে। আর তা করতে গিয়ে দেখা দেয় বিপত্তি। দৌলতাবাদ,হরিহরপাড়া, ইসলামপুর সহ বেশ কিছু এলাকায় নানা নাগরিকত্ব আইন এর জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে এমন গুজবে ওই স্বাস্থ্যকর্মীদের আটকে রেখে জেলার বিভিন্ন প্রান্তে কয়েকদিন ধরে দফায় দফায় বিক্ষোভ চলে।

তাই শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে আশা কর্মীরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাসের সাথে দেখাও করেন।তারই ভিত্তিতে এই দিন জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আপাতত ওই সার্ভের কাজ বন্ধ রাখার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে গ্রামীণ এলাকায় ইমাম ও মোয়াজ্জেম সহ বিভিন্ন ক্লাব ও পূজা কমিটির কর্তাদের প্রচারের কাজে লাগানোর কথা ঘোষণা করেন। যার ফলে সব আগে সরকারি ইন্দ্রধনুষ টিকাকরণ ও খাদ্য সুরক্ষা তালিকা তৈরীর কাজের সঙ্গে দূর দূর পর্যন্ত এনআরসি এর কোনো সম্পর্ক নেই তা বোঝানোর শেষ হলে ও মানুষ তা বুঝতে পারলে তবেই ফের শুরু হবে দ্বিতীয় দফার সমীক্ষার কাজ। এ ব্যাপারে এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন,”এই পরিস্থিতিতে আগে আশা কর্মীদের নিরাপত্তা ও তার সাথে মানুষকে রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে সঠিক ভাবে বোঝানোর প্রয়োজন তার পরে কাজ শুরু”।