সংবাদদাতা,মুর্শিদাবাদ:-
রবিবার লক্ষী পুজোয় দিনভর এক আজব ঘটনার সাক্ষী থাকলো বহরমপুর।একদিকে যখন বাড়ী তে জোর কদমে চলছে ধনদেবীর আরাধনা,ঠিক তখনই নিজের বাড়ীর লক্ষী অর্থাৎ নিজের সদ্য বিবাহিত স্ত্রী কে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসল নাছোড়বান্দা তরুণ জামাই দেবাশীষ রায়।ঘটনাটি ঘটে বহরমপুর থানার কাশিমবাজার কলমবাগান এলাকায়।ধর্ণায় বসে হুঁশিয়ারি দিয়ে ওই জামাই বলে,”আমি এই পুজোর দিনে শপথ করে বলছি,হয় স্ত্রী কে শ্বশুর বাড়ী থেকে উদ্ধার করে আমার সাথে নিয়ে যাব না হলে এখানেই এই ভাবেই ধর্ণা চালিয়ে আত্মহত্যা করবো”।ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় বছর ছয়েক ধরে প্রেমের সম্পর্কের পরে গত মাস ৪ আগে মালদার বাসিন্দা পেশায় অস্থায়ী ঠিকা কর্মী দেবাশিষ রায় নামের যুবকের সাথে বিয়ে হয় কাশিমবাজারের বাসিন্দা বিত্তবান পরিবারের মেয়ে রিয়া মন্ডললের সাথে।এই পর্যন্ত সব ঠিকই ছিল।এমনকি বিয়ের পর একবার শ্বশুর বাড়িতে এসে জামাই মেয়ে ৬ দিন কাটিয়েও যায়।অভিযোগ,এই বিয়ে মন থেকে মেনে নেয়নি রিয়ার পরিবার।এরপর মেয়ের বাবা সুখেন মন্ডল মেয়েকে ভাদ্র মাস পালন করানোর জন্য কাশিমবাজারের বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে মেয়ের বাবা আর মেয়েকে শ্বশুর বাড়িতে যেতে দিতে চাইছে না বলে জানিয়েছে জামাই দেবাশিষ রায়।