সংবাদদাতা, বাঁকুড়া:-
হায়দ্রাবাদের তরুণীকে ধর্ষণ ও খুন করার ঘটনায় ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাঁকুড়া মাচানতলা বিক্ষোভ প্রদর্শন করে গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের গণতান্ত্রিক যুব ও ছাত্র ফেডারেশন। সারা দেশের বিভিন্ন যায়গায় ধর্ষণের ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে বাঁকুড়া মাচানতলার ঘড়ি মোড়ে মোমবাতি জ্বালানো হয়। এই সকল ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মহিলা সমিতির নেতৃত্ব। হায়দ্রাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় এমনিতেই গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। তারই মধ্যে আবার কালীঘাটে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে।

এবার আবার বাড়ির গৃহকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন সেই বাড়িরই এক পরিচারিকা। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার নরেন্দ্রপুর এলাকায়। গৃহকর্তা সুব্রত কুইলার বাড়িতে বহুদিন ধরে পরিচারিকার কাজ করতেন ওই মহিলা। পরিচারিকার অভিযোগ যে প্রথমে সুব্রত তাকে প্রথমে যৌন হেনস্থা ও পরে ধর্ষণ করে। ওই নির্যাতিতা মহিলা এইদিন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির গৃহকর্তা তাকে ধর্ষণের চেষ্টা করে। পরিচারিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎক্ষনাৎ সুব্রতকে নিজেদের হেপাজতে নিয়ে নেয়। সুব্রতকে আদালতে আনা হলে বিচারপতি তাকে ১৫ দিনের জেলে রাখার নির্দেশ দেন। অবশ্য পুলিশও গোটা ঘটনার তদন্তে নেমেছে।