সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
টানা প্রায় দুই সপ্তাহব্যাপী নিখোঁজ থাকার পরে সন্ধ্যায় উদ্ধার হলো নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ।মৃতের নাম দীপক মাল পাহাড়িয়া (২৩)।পেশায় দিনমজুর হরিহরপাড়া থানার গজনী পুর গ্রামের ওই যুবক সপ্তাহ দুয়েক আগে আচমকা নিখোঁজ হয়ে যায়।এদিন তার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি বাগানের মধ্যে হাত বাঁধা অবস্থায় তার পচাগলা দেহ উদ্ধার করে স্থানীয়রা।পুলিশ তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।