সংবাদদাতা, হাওড়াঃ- পরপর মন্দিরে চুরির ঘটনায় গভীর চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। হাওড়ার শিবপুর থানা এলাকার বেশ কয়েকটি মন্দিরে গভীর রাতে পর পর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন গভীর রাতে কাসুন্দিয়ার একটি কালী মন্দিরের জানালার গ্রিল গেট কেটে প্রতিমার সোনা রুপোর প্রচুর গহনা, মুকুট, রুপোর মণ্ডমালা সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় চোরের দল। অন্যদিকে পাশাপাশি আরও বেশ কয়েকটি মন্দিরেও ঠিক এমনই চুরির অভিযোগ উঠে এসেছে। জানা গেছে, ওই একই দিনে পঞ্চানন মন্দিরের তালা ভেঙে চুরি যায় সোনা রুপোর গহনা, মুকুট, এমনকি প্রনামী বাক্স থেকে সমস্ত টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। চুরি হয়েছে আরও একটি কালী ও শীতলা মন্দিরে। ইতিমধ্যেই পুলিশ পঞ্চানন মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জোরদার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই তিনটি মন্দিরে প্রতিমার গহনা এবং নগদ মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে। অন্যদিকে এই চুরির ঘটনা জানাজানি হতেই শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। যদিও হাওড়ার শিবপুর এলাকার এই চারটি মন্দিরে চুরির ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই বিষয়ে হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ তথা ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্যামল মিত্র জানান, “১৩৮ বছরের পুরোনো এই মন্দিরে এর আগে কখোনো চুরির ঘটনা ঘটেনি। পরিকল্পনামাফিক এই চুরি হয়েছে। সিসিটিভি দেখে পুলিদ তদন্ত শুরু করেছে”।