eaibanglai
Homeএই বাংলায়ভর সন্ধ্যায় চোর কে চা খাইয়েই পুলিশের হাতে তুলে দিলেন গৃহকর্তা

ভর সন্ধ্যায় চোর কে চা খাইয়েই পুলিশের হাতে তুলে দিলেন গৃহকর্তা

সংবাদদাতা,মুর্শিদাবাদ: পাড়ার দোকানে বেশ আমেজ করে চা খেয়েই চুরি করতে ঢুকেছিলেন আরেক চা দোকানির বাড়িতে । কিন্তু শেষ রক্ষা হল না , চুরি করে ফেরার পথে বাড়ির মুল ফটক পেরতে গিয়ে ভর সন্ধ্যায় ধরা পড়ে গেল জামা কাপড় চোর কার্তিক।কীর্তিমান এই চোর পাল্টা অবশ্য আরও এক কাপ চা খায়িয়ে জিয়াগঞ্জ থানার পুলিশের হাতে এদিন তুলে দিলেন বাড়ির কর্তা ভীম চৌধুরি । এই ব্যাপারে জিয়াগঞ্জ থানার ওসি বলেন , প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে ধৃত যুবক ছিচকে চোর ।জামা কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়েছে । ধৃতের কাছ থেকে উল্লেখ যোগ্য কিছু পাওয়া যায় নি “।স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ভগবানগোলা থানার সুবর্ণমৃগী এলাকার বাসিন্দা কার্ত্তিক এদিন ঘুরতে ঘুরতে চুরি করার জন্য হাজির হয় জিয়াগঞ্জ থানার আজিমগঞ্জ নিমতলা ঘাট এলাকার ভিম চৌধুরীর বাড়িতে।সব ঠিক ছিল চোরের কার্যসিদ্ধি হয়েও গিয়েছিল ।কিন্তু বস্তা ভর্তি জামা কাপড় নিয়ে বাড়ি থেকে বের হতে গিয়েই নজরে পড়ে যায় ভীমের দাদা । তিনি বলেন ,” ট্রেন ধরার জন্য জামা পান্ট খুঁজতে গিয়ে না পেলে বড় লাইট জ্বালাই । তখন দেখি এক জন দরজা দিয়ে পালাচ্ছেন ।তাকে ধরে ফেলে তল্লাশি করে তার কাছ থেকে অবশ্য জামা কাপড় ছাড়া আর কিছু পাওয়া যায় নি । পরে তাকে বাড়ির বাইরে নিইয়ে আসা হলে স্থানীয় চা বিক্রেতা কেবল চৌধুরী বলেন , “ এই তো এই ছেলেটাই কিচ্ছুক্ষন আগে পায়ের উপর পা ছুলিয়ে বিস্কুট চুবিয়ে আমার দোকানে চা খেয়ে গেল ।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments