সন্তোষ মন্ডল, আসানসোলঃ- উৎকল সাংষ্কৃতিক পরিষদের পক্ষ থেকে বার্নপুর অঞ্চলে প্রত্যেক বছর পালন করা হয় জগন্নাথ দেবের রথ যাত্রা। তবে এই বছর পরিস্থিতি সাপেক্ষে বাতিল করা হয়েছে রথ পরিক্রমা। তবে সরকারি নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনেই পূজা অর্চনা করা হল মন্দিরে৷ কিন্তু থাকল না কোনো অাড়ম্বর, না কোনো চোখধাঁধানো ভিড়। এমনকি দর্শনার্থীদের পুজোর ডালাও নেওয়া হচ্ছে গেটের বাইরে থেকে। মন্দিরের এক সেবাইত জানান, এই প্রথম এমন পরিস্থিতির মধ্যে দিয়ে পার হচ্ছি৷ ৩৯ বছরের ধরে ধুমধাম করে রথ উৎসব পালন করি৷ কিন্তু এবার সবটাই শেষ হয়ে গেছে৷ আমরা সকল নিয়ম মেনে মন্দিরে পূজা করে মন্দিরে সামনে রথের দড়ি টেনে নিয়ম রক্ষা করেছি।