সংবাদদাতা, বালুরঘাটঃ-
আজ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কালার এফেক্ট আর্টিস্ট সোসাইটির পক্ষ থেকে তিন দিনের অঙ্কন কর্মশালা ও এক্সিবিশনের আয়োজন করা হলো। মূলত শিশু-কিশোরদের মধ্যে অঙ্কনের আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ বলে জানা গেছে। জানা গেছে ৬ জন প্রশিক্ষক পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসে বালুরঘাটের শিশু-কিশোরদের অঙ্কন প্রশিক্ষণ দিচ্ছেন। এই কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট মন্মথ নাট্যচর্চা কেন্দ্রে। এই কর্মশালায় ৮৫ জন শিশু কিশোর অংশগ্রহণ করছে। বালুরঘাটের শিশুদের মধ্যে অঙ্কনের আগ্রহ বাড়াতে কালারে এফেক্ট আর্টিস্ট সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার অভিভাবক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই।