সংবাদদাতা,বাঁকুড়া:- গত কয়েক দিনে ‘অজানা রোগে’ তিন জনের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরের কানকাটা এলাকায়। মূলত বমি ও পায়খানার উপসর্গ নিয়েই এই মৃত্যুর ঘটনা বলে এলাকাবাসীদের তরফে দাবি করা হয়েছে। একই সঙ্গে একই উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেশ কয়েকজন। এদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ ।
খবর পেয়ে কানকাটা এলাকায় পৌঁছেছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। বাঁকুড়া হেল্থ প্রজেক্টের পক্ষে কৃষ্ণা চিনা বলেন, সম্ভবত জল থেকেই এই সমস্যা হতে পারে। আপাতত ঐ জল ব্যবহার না করতে বলা হয়েছে বলে তিনি জানান।
পৌরপ্রশাসক অলকা সেন মজুমদার বলেন, খবরটা শুনেছি, তবে কিভাবে মারা গেছেন বলতে পারবো না। পৌরসভার তরফে মেডিক্যাল টীম পাঠানো হয়েছে বলে তিনি জানান।