নিজস্ব সংবাদদাতা, বাসন্তী :-
নতুন গ্যাস সিলিন্ডারে রান্না করতে গিয়ে বিপত্তি। আর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হলেন একই পরিবারে তিন সদস্য। ঘটনাটি ঘটেছে, বাসন্তী থানা ঢুরি এলাকায়। আহতদের মধ্যে, নাজির আলী নাইয়া(২৭), ফাতেমা শেখ(২৫) ও আনার শেখ(২৯)।


পরিবার সূত্রে, আজ নতুন গ্যাস সিলিন্ডার বাড়িতে আনে তারা। রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার চালু রেখে ভুল করে চলে যায় পরিবারের এক সদস্য। আর তাদের অজান্তে পরিবারের আর এক সদস্য ওভেন এ আগুন জ্বলতে ঘটে যায় বিস্ফোরণ।

আর সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হন ঘরের মধ্যে থাকা একই পরিবারের তিন সদস্য। এরপর তাদের গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনজন।