সংবাদদাতা, ক্যানিং:-
ঢালাই রাস্তা নিয়ে বিবাদের জেরে দুই যুবক কে এলোপাতাড়ি মারলো কয়েক জন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার দারিয়া অঞ্চলের মরাপিয়া গ্রামে।আহত যুবক , ফিরোজ সরদার (২৬),সাইফুল্লাহ সরদার (২৮)। ঘটনা সূত্রে, মরা পিয়া গ্রামে পঞ্চায়েত থেকে একটি ঢালাই রাস্তা অনুমোদিত হয়, কিন্তু আরও অতিরিক্ত দুটি রাস্তা করতে চাপ দেয় তৃণমূল অঞ্চল সভাপতি সিরাজ ঘরামি। আর সেই রাস্তা করতে অস্বীকার করলে, দাও রড দিয়ে এলোপাতাড়ি মারে কয়েকজন তৃণমূল। ঘটনায় গুরুতর আহত হয় দুই যুবক।
এরপর তাদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতাল। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক। এ বিষয়ে ক্যানিং থানা লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার।