সংবাদদাতা, ক্যানিং:-
বুলবুলের ঝড়ে ক্ষতবিক্ষত হয়ে যায় সুন্দরবনের বেশকিছু গ্রাম। আর সেই সমস্ত ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। যেখানে তিনি বলেন, কোন দলীয় রঙ বা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি গ্রামবাসীকে ক্ষতির সাহায্য করা। আর বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আর তার অন্য চিত্র দেখা গেল ক্যানিং থানার ইটখোলা অঞ্চলে গরখালি গ্রামে। যেখানে, ওই গ্রামে গ্রামবাসীদের অভিযোগ তাদের ত্রাণ সহ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য ও অঞ্চল প্রধান। কারণ ওই সমস্ত গ্রামবাসীদের দাবি, বিজেপি করার অপরাধে তাদের সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এবং তারা আরো জানান যে বুলবুলে ঝড়ে তাদের পড়ে গিয়েছে ঘরের চাল ,ভেঙেছে পড়েছে ঘর ।কিন্তু একদিন ও তাদের পাশে এসে দাঁড়ান পঞ্চায়েতের সদস্যরা। ঘর চাল থেকে জল পড়লেও একটিও ট্রিপল এর ব্যবস্থা করেননি তারা। এ বিষয়ে বারবার প্রধান কে জানালেও তিনি কোন গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলে যান। আর তাদের ব্যক্তিগত পরিচিতি লোকেদের বেছে বেছে সাহায্য করেন প্রধান। আর এমনি কথা বলে পঞ্চায়েত সদস্য সহ অঞ্চল প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাধারণ গ্রামবাসীরা।