সংবাদদাতা, পানাগড়ঃ- রাত পোহালেই শুরু হবে অজয় নদের পাড়ে জয়দেবের মেলা। তাই জয় দেবের মেলাতে দর্শনার্থীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য কাঁকসার শিবপুরে গীত বিহার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খোলা হল তৃণমূলের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র। সহায়তা কেন্দ্রের শুভ সূচনা করেন গোলসি বিধায়ক অলক কুমার মাঝি। দলের পতাকা উত্তোলন করে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়াও নিত্য সঙ্গীত অনুষ্ঠান ছাড়াও এলাকার মানুষদের বস্ত্র দান করে সম্বর্ধনা জানানো হয়।