সংবাদদাতা, বাসন্তী :-
এলাকায় বোমা-গুলিতে উত্তপ্ত বাসন্তী বাজার। যুব তৃণমূল ও মাদার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী।
মাদার তৃণমূল করার অপরাধে যুব তৃনমূলের মার , গুরুতর আহত ছেলে ও বাবা।
মাদার তৃণমূল করার অপরাধে যুব তৃনমূলের মার , আর যুব তৃনমূলের এলোপাতাড়ি মারে গুরুতর আহত ছেলেসহ বাবা। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার সোনাখালি বাজারে,। আহতদের মধ্যে, দাউদ লস্কর (৫০), ছেলে মজিদ লস্কর (৩৫)। ঘটনা সুত্রে, সকালে চায়ের দোকানে বসে ছিলেন তৃণমূল কর্মী দাউদ লস্কর,।

আর হঠাৎ তার উপরে লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি আক্রমণ শুরু করে দেয় যুব তৃণমূল কয়েকজন কর্মী। আর তাদের মারে গুরুতর আহত হয় দাউদ লস্কর সহ তার ছেলে। এরপর এলাকায় গুলিও বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী। আর জমায়েত যুব তৃণমূল কর্মীদের লাঠিচার্জ করে হটিয়ে দেয় পুলিশ।