সংবাদদাতা,পাণ্ডবেস্বরঃ- স্থানীয় সূত্রে জানা গেছে ,পাণ্ডবেশ্বর ঝাঁজরা এরিয়ার সাউথ শ্যামলা সাইডিং এ , ডিও র কয়লা সরবরাহের জন্য কয়লা লোডিং র কাজ শুরু হওয়ার কথা ছিল এদিন। সকাল আটটা নাগাদ সেই কাজ কে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও হাতাহাতি বেঁধে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে এ দিন কয়লা লোডিং এর কাজ শুরু হওয়ার আগে অনুগামীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান শেখ মুন্না। এই কাজে তাদের দলীয় লোকজনকে নিয়োগ করার দাবি জানান তিনি। পরে সেখান থেকে তাদের তাড়িয়ে দেয় স্থানীয়রা। এই ঘটনায় শেখ মুনিরের নাম জড়ায়। যদিও শেখ মুনির এই ঘটনার সঙ্গে কোনো ভাবেই জড়িত নন তারা বলে জানান। শেখ মুনিরের ঘনিষ্ট মতিউর রহমান জানায় শেখ মুন্না ঘটনার মোড় অন্যদিকে ঘোরাতে নিজেরাই তাদের পার্টি অফিস ভাঙচুর করে আমাদের ও দলের বদনাম করার চেষ্টা করছে।