eaibanglai
Homeএই বাংলায়ইভিএমে ভোট হলে বিজেপি জেতে, আর ব্যালটে ভোট হলে বিজেপি হারে শুভেন্দু...

ইভিএমে ভোট হলে বিজেপি জেতে, আর ব্যালটে ভোট হলে বিজেপি হারে শুভেন্দু অধিকারী

সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : ‘কে বলেছে আমরা হেরেছি। ইভিএমে ভোট হলে বিজেপি জেতে, আর ব্যালটে ভোট হলে বিজেপি হারে’। বৃহস্পতিবার বাঁকুড়া শহরে দলের জনসংযোগ যাত্রায় যোগ দিতে এসে ঠিক ভাষাতেই ইভিএমে ভোটের বিরোধীতা করলেন রাজ্যের মন্ত্রী, দলের তরফে বাঁকুড়া জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এদিন দলের বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি শুভাশীষ বটব্যালকে পাশে নিয়ে আরো বলেন, গত দেড় মাস আগে ভোট হয়েছে। কোন ধরণের প্রচার নেই, গাড়ি দিতে পারিনি। তবুও জনসংযোগ যাত্রায় আশি মহিলা ও যুব সহ হাজার হাজার কর্মী যোগ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার ও তার বাজেটের সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, এখানকার দুই কেন্দ্রেই এখন বিজেপির সাংসদ। বাঁকুড়াকে নতুন রেল তো দূরঅস্ত, একটা বগিও দিতে পারেননি সাংসদ সুভাষ সরকার। উল্টে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বেড়েছে। বিক্রির তোড়জোড় চলছে রেল, বিএসএনএল সহ কেন্দ্রীয় সংস্থা গুলি। এছাড়াও বেঙ্গল কেমিক্যাল সহ ৪৫ টি নবরত্ন বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি দাবী করেন। চাচা নেহেরু, ইন্দিরা গান্ধীরা যে দেড় লক্ষ টাকার সরকারী সম্পত্তি করেছিলেন, এরা তা বিক্রি করবে। আর এই বিলগ্নীকরণের বিরুদ্ধে তাদের দল লড়াই করছে বলেও তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments