সন্তোষ মন্ডল, আসানসোলঃ- ব্লক কমিটি নিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন আসানসোলের বিএনআর মোড়ে তৃণমূল ভবনে এই বৈঠক করা হয়েছে। বৈঠকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা মন্ত্রী মলয় ঘটক, জেলা তৃণমূলের সভাপতি তথা মেয়র জিতেন্দ্র তিওয়ারি, জেলা যুব তৃণমূলের সভাপতি রূপেশ যাদব এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের কো অর্ডিনেটর বিশ্বনাথ পাড়িয়াল ও হরেরাম সিং উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে ব্লক কমিটির বিষয়ে আলোচনা করা হয়েছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই দলের তরফে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হবে।