সংবাদদাতা, কাঁকসাঃ- কাঁকসার বাঁশকোপায় নিও মেটালিক কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভে নেমেছে শ্রমিকরা। গত কয়েকদিন আগে ওই কারখানার ঠিকা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভে কারখানার পার্মানেন্ট শ্রমিকরা সামিল হওয়ার কারণে এক শ্রমিক কে শোকজ করা হয় শনিবার। খবর পেয়ে ওই কারখানার ৫০ জন শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভে নামে রবিবার সকাল থেকেই। শ্রমিকদের অভিযোগ তৃণমূলের ওপর গোষ্ঠী প্রভাত চট্টোপাধ্যায়ের দলবল কারখানা কর্তৃপক্ষের সাথে যোগসাজস করে কারখানার শ্রমিকদের উপর শোষণ চালাচ্ছে নিত্যদিন। আর এর জেরেই ক্ষুব্ধ তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা। গোটা ঘটনার কথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল কে জানিয়েছেন বলে জানান শ্রমিকরা। গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্ধ ফের একবার সামনে এসেছে শ্রমিকদের আন্দোলনের ঘটনায়।