সংবাদদাতা, বাঁকুড়াঃ- বিজেপির পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । বিজেপির অভিযোগ তাদের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে পাশাপাশি তাদের মারধর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী। পরে প্রশাসনের তৎপরতায় পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশ করানো হয় । ঘটনা সোনামুখী বিধানসভার ২৪২ নম্বর ফকির ডাঙ্গা বুথের।
সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , “আমাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি তাদের মারধর করা হয়েছে । পরে মণ্ডল সভাপতির নেতৃত্বে পোলিং এজেন্টদের যখন নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল ভোট কেন্দ্রের দিকে তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহিরাগত স্লোগান দেওয়া হচ্ছিল।” তিনি আরো বলেন, “একই বিধানসভার যে কোন বুথ থেকে যে কোনও বুথে পোলিং এজেন্ট বসতে পারে। তৃণমূল কংগ্রেস সংবিধান জানেনা, সংবিধান মানে না। তাই তারা এই শ্লোগান দিচ্ছে । আর যদি বহিরাগত হয় তাহলে শ্যামল সাঁতরা সবথেকে বড় বহিরাগত ।”