তাপস মাল, বাঁকুড়া:- অভিষেক ব্যানার্জীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন চুমকি বন্দোপাধ্যায়। সম্প্রতি তাকে বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে অপসারণ করা হয়। ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিপুলভাবে ভরাডুবির পর বড়সড় রদবদল করল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ। চুমকি বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে জেলা তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া হয় তীর্থঙ্কর কুন্ডু কে। ঠিক কি কারণে এই রদবদল তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর ২৩শে মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাঁকুড়া জেলাজুড়ে কলেজগুলোতে বিজেপি দখল নেয়। প্রসঙ্গক্রমে তালডাংরার পাঁচমুড়া কলেজ বিজেপির ছেলেরা দখল করে। যাতে তালডাংরার বিধায়ক সমীর চক্রবর্তীকে ভৎসনার মুখে পড়তে হয়, রাজ্য তৃণমূলের কাছে। সেই দায় ক্রমশ চুমকি বন্দ্যোপাধ্যায়ের উপর এসে পড়ে। জেলা তৃণমূলের নেতৃত্বকে প্রশ্ন করা হলে তারা এই বিষয়টিকে সুকৌশলে এড়িয়ে যান। চুমকি বন্দোপাধ্যায় কে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, মমতা ব্যানার্জিকে দেখে দলটা করছি, তিনি আমাকে ওই দায়িত্ব দিয়েছিলেন ২০১৪ সালে। তারপর থেকে বাঁকুড়া জেলার প্রতিটি কলেজে আমি নিজে হাতে সংগঠন গড়েছি, আজ হঠাৎ দলীয় কোনো চিঠি বা মেইল না দিয়ে আমাকে অপসারিত করা হলো, এ বিষয়ে আমি খুবই মর্মাহত। তৃণমূল দল করতে গেলে তেল মারতে হয়। এই ছয় বছরে আমি অন্তত বুঝতে পেরেছি, আমি তেল মারতে পারিনি, পায়ে ধরতে পারিনি তাই আমাকে সরিয়ে দেওয়া হল কিনা জানিনা। সদ্য ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে নেত্রীর বার্তা শুনতে গিয়েছিলাম, আমাকে ওই দিন রাজ্য তৃণমূলের বেশ কয়েকজন নেতার কাছে ভৎসনার মুখে পড়তে হয়, আমাকে ধমক দিয়ে বলেছিলেন বিজেপি কর জেলায় গিয়ে। প্রসঙ্গক্রমে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তীর্থ এখন বাঁকুড়ায় খুব ভালো কাজ করছে, চুমকি ব্যানার্জি আরো বড়োসড়ো দায়িত্বে যাবে, অবশ্য তিনি কোথাও যদি কিছু বলে থাকেন আমার জানা নেই। আমরা নতুন করে বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদকে সাজাবো। কার্যত একরকম স্পষ্ট বার্তা দিয়ে রাজ্য সভাপতি যেভাবে তৃণমূলকে সাজাবার প্রস্তুতি নিচ্ছেন তা কতটা ফলপ্রসূ হবে সেই প্রশ্ন চিহ্ন উঠে আসছে জেলার রাজনৈতিক মহলে।
Home Flash News বাঁকুড়ায় অভিষেক ব্যানার্জীর ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদ থেকে অপসারিত চুমকি...