eaibanglai
Homeএই বাংলায়উপনির্বাচনে তিনটি বিধানসভায় জয়যুক্ত, বিজেপি ছেড়ে তৃণমূলে আসার হিড়িক জেলা জুড়ে

উপনির্বাচনে তিনটি বিধানসভায় জয়যুক্ত, বিজেপি ছেড়ে তৃণমূলে আসার হিড়িক জেলা জুড়ে

সংবাদদাতা, বাঁকুড়া : ২০১৯ এ বাঁকুড়া জেলার দুটি লোকসভায় তৃণমূলের হাতছাড়া হয়।  বিপুল ভোটে জয়যুক্ত হয় বিজেপি। আর তারপর থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যায় বহু কর্মী-সমর্থকরা। বিগত উপনির্বাচনে তিনটি বিধানসভায় তৃণমূল বিপুল ভোটে জয়যুক্ত হয়। আর তারপরে বিজেপি ছেড়ে তৃণমূলে আসার হিড়িক জেলা জুড়ে। এদিন ওন্দা বিধানসভার বিজেপির ওন্দা এক নাম্বার মন্ডলের সাধারণ সম্পাদক আকুল মন্ডল বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তার হাতে এদিন আনুষ্ঠানিক ভাবে দলীয় পতাকা তুলে দেন ওন্দা বিধানসভার বিধায়ক অরুপ খাঁ।

সদ্য তৃণমূল কংগ্রেসের ফিরে আসা আকুল মণ্ডল বলেন বিজেপি তে গিয়ে তিনি ঠিকমতো কাজ করতে পারছিলেন না। যারা ছবিতে সামনে আসে তারাই যোগ্য সম্মান পায় বাকিরা নয়। তবে পুরনো দলে ফিরে এসে স্বভাবতই খুশি তিনি।

বিজেপির সাধারণ সম্পাদক সৌগত পাত্র বলেন গতকাল উপনির্বাচনের  ফল ঘোষণা হবার পর থেকেই তৃণমূল বিভিন্ন এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে। তারা ভয় দেখিয়ে তাদের দলীয় কর্মীদের দলে ফিরিয়ে নেওয়া নিয়ে যাবার চেষ্টা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments