পিঁয়াজের বদলে আপেল দিয়ে গান্ধীগিরী

447

সংবাদদাতা, বর্ধমানঃ- পিঁয়াজের বদলে আপেল দিয়ে গান্ধীগিরী করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসপন্থী জয়হিন্দ বাহিনী। সংগঠনের পক্ষ থেকে পিঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন বর্ধমান শহরের কার্জন গেটের সামনে বিক্ষোভ কর্মসূচী করা হয় এবং পথ চলতি মানুষের হাতে আপেল তুলে দেওয়া। এই কর্মসূচিতে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর দেবু টুডু, জয় হিন্দবাহিনীর পূর্ব বর্ধমান জেলা আহ্বায়ক রবীন নন্দী সহ অন্যান্য নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here