সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাংলা কে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বড়জোড়তে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেন্দ্র সরকার সব দিক থেকে বাংলাকে বঞ্চনা করছে পাশাপাশি পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে অনেক সমস্যায় পড়তে হচ্ছে আম জনতাকে। তার প্রতিবাদ জানিয়ে বড়জোড়তে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন বড়জোরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জির নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় । আজকের মিছিলে প্রায় এক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়ে ছিলেন। মিছিল কে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আজকের এই মিছিল আগামী দিনে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাতে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বড়জোরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের জন্য সর্বদা পরিশ্রম করে চলেছেন। বর্তমান কঠিন পরিস্থিতির মধ্যেও বাংলার সাধারন মানুষকে সবদিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু এই পরিস্থিতিতেও কেন্দ্র সরকার বাংলাকে আর্থিক দিক থেকে এবং অন্যান্য সমস্ত দিক থেকে বঞ্চনা করছে।
Home Flash News বাংলা কে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বড়জোড়তে প্রতিবাদ মিছিল তৃনমূল...