সংবাদদাতা, কাঁকসাঃ- বুধবার নিয়ন্ত্রণ হারিয়ে পানাগড় বাজারের স্টেশন রোডে উলটে গেলো একটি টোটো। দুজন যাত্রী নিয়ে একটি টোটো পানাগড়ের রেলপার থেকে পানাগড় বাজারে আসার সময় আচমকা উলটে যায়। টোটোয় তখন ছিলো দুজন যাত্রী। গুরুতর আহত হয় দুজন যাত্রী সহ টোটো চালক। স্থানীয়রা সকলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। কি কারণে দুর্ঘটনা ঘটেছে তার সঠিক কারণ জানা যায় নি। তবে স্থানীয়দের অনুমান রাস্তার উপর গর্তে জমা জলে গর্ত বুঝতে না পারায় দুর্ঘটনা ঘটেছে।