নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ একই দিনে মায়ের মূর্তি তৈরী, পুজো, আবার সেইদিনেই মাকে নিরঞ্জন দেওয়া, দীর্ঘ ১৫০ বছর ধরে এইভাবেই মাতৃ আরাধনা করে চলেছে বারাসতের গ্রামবাসিরা। কালীপুজো সাধারনত কার্তিক মাসে হয়। যদিও পাত্রসায়ের থানার বারাসাত গ্রামের বাসিন্দারা অগ্রহায়ন মাসে শেষ মঙ্গলবার মহা ধুমধাম করে রক্ষাকালী পুজো করেন। জানা গেছে, ব্রিটিশ আমলে স্বপ্নাদেশ পেয়ে মায়ের পুজো শুরু হয়। একইদিনে মায়ের মূর্তি গড়ে পুজো করে মাকে নিরঞ্জনও দেওয়া হয়। পুজোতে কোন থিমের কারুকার্য, আড়ম্বড় কিছুই থাকেনা। একচালার একটি ঘরে পূজিত হন মা। শোনা যায়, এই মায়ের কাছে যে যা প্রার্থনা করে তাই মেলে। এক রাত্রির এই কালী পুজো দেখতে পাঁচ থেকে ছয় হাজার দর্শনাথী ভীড় জমায়। এই গ্রামের পূজারী অজিত আকুড়ে জানান সারারাত ধরে মায়ের পুজো হয়, হাজার হাজার ছেলে মেয়ে পুজো দিতে আসে এই রক্ষা কালী মায়ের কাছে। এই পূজোকে কেন্দ্র করে এলাকায় রীতিমত মেলার চেহারা নেয়।