বিষ্ণুপুরে প্রচীন রাবণকাটা উৎসব , মাতলেন শহরবাসি

517

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া :

প্রাচীন রাবনকাটা উৎসবকে কেন্দ্র করে উন্মাদনায় মেতে উঠলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দারা। কয়েকশ বছরের প্রাচীন এই উৎসব আজও ধারাবাহিক ভাবে সাড়ম্বরে পালিত হয়ে আসছে। প্রথানুযায়ী বিজয়া দশমির দিন এই রাবনকাটা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। তিন দিন ধরে চলে এই উৎসব । তারপর রাবন বধের মধ্য দিয়ে এই প্রথার শেষ হয়। এই তিনদিন চলে পাড়ায় পাড়ায় নৃত্য করে মনোরঞ্জনের কাজ। বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের মনরোঞ্জন করে থাকেন এরা। শনের তৈরি মুখোশ আর অদ্ভুত ধরণের পোশাকের পাশাপাশি সারা শরীর সন দিয়ে ধাকা। অনেকটা আলখাল্লা ধরনের। প্রত্যেক দলে চারটি মূল চরিত্র – জাম্বুবান, হুনুমান, সুগ্রীব, বিভীষন। তবে সঙ্গী থাকে অনেকে। তৈরি হয় বিশালাকৃতির রাবন। সন্ধ্যের পর রাবন বধের আসরে চলে কৃত্রিম যুদ্ধ। কয়েকশত মানুষের সমাগমে ভরে উঠে এলাকা চত্তর।

ঐতিহাসিকবিদদের মতে রাবনকাটা উৎসব মল্লরাজ রঘুনাথ সিংয়ের আমলে শুরু হয়। এজন্য এখানে তৈরি হয়েছিল রঘুনাথ মন্দির। রঘুনাথ মন্দির প্রাঙ্গনে চলে আসছে এই উৎসব ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here