সংবাদদাতা, বর্ধমানঃ- ডাউন অমৃতসর মেলে ছিনতাই বাজদের পাকড়াও করতে গিয়ে গুরুতর ছুরিবিদ্ধ হলেন একযাত্রী। আরেক যাত্রী চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দুস্কৃতি ধরতে গিয়ে আহত হলেন। দুজনেই বর্ধমান রেল পুলিশে ঘটনার বিবরন সহ অভিযোগ নথিভুক্ত করান। মঙ্গঁলবার রাত্রে।
হাওড়াগামী ডাউন অমৃতসর মেল এদিন উত্তরপ্রদেশের প্রতাপগঢ় ষ্টেশনে ছাড়ার কিছুক্ষন পরই ট্রেনের “এস-৫” কামরায় কার্যতঃ তান্ডব চালায় দুস্কৃতিদের দলটি। কামরার যাত্রীদের মারধর করে লুঠ করতে থাকে মানিব্যাগ, সোনার চেন, মোবাইল ফোন। সে সময়ই এক যাত্রী লাফিয়ে জাপ্টে ধরেন এক দুস্কৃতিকে। সাথে সাথেই তাকে ছুরি চালিয়ে পালাতে যায় ওই দুস্কৃতি। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় দলটি। তাদের ধরতে অন্য এক যাত্রীও ঝাঁপ দেন ট্রেন থেকে। গুরুতর আহত হন তিনিও।
আহত ওই দুই যাত্রীর বাড়ি-ই বর্ধমান শহরে।ট্রেনটি বর্ধমান জংশন ষ্টেশনে আসার পর দুজনেই ঘটনা লিপিবদ্ধ করেন বর্ধমানের জি. আর. পি. থানায়।