সংবাদদাতা, ক্যানিং :-
মহিলা ছিনতাইবাজকে হাতেনাতে ধরে ফেলল নিত্য যাত্রীরা। ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং স্টেশন। ওই মহিলা ছিনতাইবাজের বাড়ি ঘুটিয়ারি শরিফ এলাকায় বলে জানিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় এক ডিআইবি অফিসারের থেকে মোবাইল ছিনতাই করে ওই মেয়েটি। তারপর তাকে ধরে ফেলে চলে গণপিটুনি।

পরে অবশ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। মেয়েটির দাবি ছিল সে চুরি ছিনতাই করে নি। শুধু তাই নয় মেয়েটির সঙ্গে শ্রীলতাহানি চেষ্টা হয়েছে বলেও দাবি করেছে ওই মেয়েটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।