কেন্দ্রের জনবিরোধী নীতি ও রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে কাঁকসার ছটি অঞ্চলে তৃণমূলের প্রতিবাদ মিছিল

405

সংবাদদাতা, কাঁকসাঃ- কেন্দ্রের জনবিরোধী নীতি ও রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে কাঁকসার ছটি অঞ্চলে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন কাঁকসার বাইপাস মোড় থেকে কাঁকসার বিভিন্ন অঞ্চল ঘুরে কাঁকসা কেনেল পাড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন কাঁকসা ব্লকে তৃণমূলের যুব সভাপতি সমরেশ ব্যানার্জি। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি সমীর বিশ্বাস। অপর একটি মিছিল হয় কাঁকসার আরা থেকে। বিভিন্ন এলাকা ঘুরে মিছিল শেষ হয় কালিনগর এলাকায়। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের নেতা মৃণাল ঘোষাল। অপরদিকে কাঁকসার বনকাটি অঞ্চলের সাতকাহনিয়া থেকে পাকসার অযোধ্যা পর্যন্ত একটি মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা। এই মিছিলে নেতৃত্ব দেন কাঁকসা ব্লক তৃণমূলের সভাপতি দেবদাস বক্সী। একই ইস্যুতে কাঁকসার তিলক চন্দ্রপুর থেকে মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেতা নব কুমার সামন্ত। পাশাপাশি কাঁকসার রাজবাঁধ কোঅপারেটিভ মোড় থেকে রাজবাঁধ বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল নেতা চিনময় মন্ডল। শেষ মিছিলটি হয় কাক্কার গোপালপুর থেকে। গোপালপুর উত্তর পাড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে বান্দ্রা মোরে শেষ হয় মিছিল। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেতা বিকাশ রায়। এবং ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাহিনা বেগমের নেতৃত্বে এদিন কাঁকসার হাসপাতাল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে মিছিল শেষ হয় পানাগড়ের দার্জিলিং মোড়ে। মিছিল শেষে সেখানে একটি সভা করেন তৃণমূল কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here