সংবাদদাতা,মুর্শিদাবাদ:-
গলায় ফাঁস লাগিয়ে নিজের ভাইঝিকে সম্পত্তির লোভে খুন করার চেষ্টায় গ্রেপ্তার হওয়া কাকা কে বুধবার জেল হেফাজতের নির্দেশ দিল বহরমপুর আদালতের বিচারক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বরমপুর এর বিষ্ণুপুর এলাকায়। জানা যায়, ভাইজি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পিয়ালী দেবনাথ কে খুনের চেষ্টা করে গলায় ফাঁস লাগিয়ে তার কাকা সঞ্জয় দেবনাথ। চিৎকার-চেঁচামেচি শুরু করলে আওয়াজ শুনে আশেপাশের লোক ছুটে আসে বাড়িতে। ধরে ফেলে ওইগুলো ধর কাকা সঞ্জয় দেবনাথ কে। মূলত তিন ভাইয়ের পারিবারিক কয়েক বিঘা জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। আর সেই কারণেই বদলা নিতে ভাইজি কে খুনের চেষ্টা করে কাকা বলেই অভিযোগ।এদিন ধৃত কে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় বলে সন্ধ্যার শেষ পাওয়া খবরে জানা গেছে।