সংবাদদাতা, বহরমপুর: চোখে স্প্রে ছিটিয়ে ফিল্মি কায়দায় নগদ ২লাখ টাকা নিয়ে চম্পট দিল একদল বাইক আরোহী দুষ্কৃতী। বিকেলে বহরমপুর থানার গান্ধী কলোনি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এটিএম এর শাখায় টাকা জমা দিতে যাবার পথে স্থানীয় এক হোলসেল ওষুধের দোকানের কর্মচারীর প্রনব চক্রবর্তী কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় ওই টাকা।পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায়।শুরু হয়েছে তদন্ত।এই ব্যাপারে থানার আইসি সনৎ দাস বলেন,”আমরা আশেপাশের লোক ও ওই ওষুধের দোকানের কর্মচারীর সাথে কথা বলে ছিনতাই বাজদের হুলিয়ার অনুমান পাবার চেষ্টা করছি”। স্থানীয় সূত্রে জানা যায়,এদিন বিকেলে ওষুধের দোকানের কর্মচারী প্রনব চক্রবর্তী ব্যাঙ্কে টাকা জমা দেবার জন্য সাইকেলে যাচ্ছিলেন। সেই সময়ে পেছন থেকে কয়েক জন বাইকে করে এসে তার চোখে কিছু স্প্রে করে দেয়।তিনি রাস্থায় পরে গেলে তার
সঙ্গে থাকা ওই দুই লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।