সন্তোষ মন্ডল, আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে ।এবার বার্নপুর ইসকো হাসপাতালের রক্ত পরীক্ষা কেন্দ্রের দুই কর্মীর করোনা পজিটিভ হবার খবর পাওয়া গিয়েছে। আর এই কারণে আপাতত রক্ত পরীক্ষা বিভাগে রক্ত পরীক্ষা বন্ধ রাখা হয়েছে ।এই খবর প্রকাশ্যে আসার পর অন্যান্য বিভাগের কর্মীরা সংক্রমণের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন। তবে এর আগেও আইএসপির বেশ কিছু কর্মী করোনা সংক্রমিত হয়েছেন। কয়েকদিন আগেও আইএসপির অক্সিজেন প্ল্যান্টের পাঁচ জন আধিকারিকের করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর পাওয়া গিয়েছিল। বার্নপুর হাসপাতালেও চিকিৎসকসহ কর্মীরা এর আগে সংক্রমিত হয়েছেন।