সংবাদদাতা, সুন্দরবন :-
সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হল দুই মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে সুন্দর বনে কালীচর এলাকায় হলদি বন কালে। মৃত দুই মৎস্যজীবী, শম্ভু মন্ডল (৫১) ও রাধা কান্ত আউলিয়া (৪৫)।

ঘটনা সুত্রে, রজত জুবুলির দত্ত গ্রামের বাসিন্দা, শম্ভু মন্ডল ও রাধাকান্ত আউলিয়া সরকারি অনুমতি নিয়ে সুন্দর বনে গভীর জঙ্গলে কালি চড়ে হলদি বন খালে কাঁকড়া ধরতে যায় দুই মৎস্যজীবী। এরপর জঙ্গল থেকে বাঘ বেরিয়েছে হঠাৎ আক্রমণ করে রাধা আউলিয়ার উপর।

আর বন্ধুকে বাঁচাতে এগিয়ে যায় শম্ভু। আর ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় বাঘের আক্রমণে। শম্ভু কে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যায় বাঘে। রক্তাক্ত অবস্থায় রাধা আউলিয়া কে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে বন দপ্তর। দুই মৎস্যজীবীর বাড়ি গোসোবা থানা এলাকায়।