সংবাদদাতা, কাঁকসাঃ- কাঁকসার ধোবাঘাটা সংলগ্ন মানাচক এলাকা থেকে মহিলা ও এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হল এলাকায়। মৃত যুবকের নাম সন্তোষ বাগদি (২৪)। সন্তোষ বাবু আমলাজোড়া পঞ্চায়েতের ধোবাঘাটা এলাকার বাসিন্দা ছিলেন। সন্তোষ বাবু পেশায় একজন শ্রমিক ছিলেন। তিনি একটি স্থানীয় ইট ভাটায় কাজ করতেন। বেশ কিছুদিন যাবৎ ওই ইঁট ভাটারই এক মহিলা শ্রমিকের সাথে সন্তোষ বাবুর প্রনয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। এমনকি কিছুদিন আগে সন্তোষ এবং মহিলা টি এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত মহিলার বাড়ি পুরুলিয়ায়। সম্প্রতি ইঁট ভাটায় কাজ করার জন্য ওই মহিলাটি এই এলাকায় এসেছিল। অন্যদিকে যুবকটি ছিল বিবাহিত। তার স্ত্রী এবং দুই মেয়েও রয়েছে। এদিন সকালবেলায় মানচক এলাকা থেকে ওই যুবক এবং মহিলাটির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই স্থানীয় বড়জোড়া থানার পুলিশ এসে দুই জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।