eaibanglai
Homeএই বাংলায়গো গ্রীন এর পথে দুর্গাপুর শহর

গো গ্রীন এর পথে দুর্গাপুর শহর

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- সারা বিশ্বজুড়ে যখন উষ্ণায়ন নিয়ে ব্যস্ততা তুঙ্গে, তখন আমাদের দেশ ভারতবর্ষ সেই নিয়ে বিস্তর আলোচনা ও পদক্ষেপ নিয়ে চলেছে। ভারতবর্ষের লোক সংখ্যা ও তার যানবাহনের কারণে বেশ কয়েকটি বড় শহরে এখন বায়ু দূষণের শিকার হয়েছে। সেই বায়ু-দূষণ রুখতে ভারতবর্ষের বিভিন্ন বড় মেট্রো শহরগুলিতে ইতিমধ্যেই বিভিন্ন রকম নিয়ম চালু করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য হল যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহারের ওপর জোর দেওয়া। আমাদের শিল্প শহর দুর্গাপুরে ও দৈনন্দিন বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা। সেই লক্ষ্যে দুর্গাপুরে বেশ কয়েক বছর আগেই দুটি সিএনজি ফিলিং স্টেশন খোলা হয়েছিল। মূলত অটো এবং সিএনজি চালিত গাড়ির জন্য এই দুটি সিএনজি ফিলিং স্টেশন খোলা হয়েছিল। দিন যতই যাচ্ছে দুর্গাপুরের বায়ুদূষণ ততই বাড়ছে। আর সেই কথাকে মাথায় রেখে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা দুর্গাপুরে আরও দুটি সিএনজি ফিলিং স্টেশন দিতে চলেছে। ইতিমধ্যেই সেই রাষ্ট্রীয় তেল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে একটি সিএনজি পাম্প স্টেশন ইস্পাত নগরী ভগৎ সিংয়ের বসানো হবে ও অন্যটি হবে দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি পেট্রোল পাম্পে। দুর্গাপুর নগর প্রশাসন বহুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে দূষণের মাত্রা দুর্গাপুরে কমে যায় কিন্তু তার জন্য যে জরুরী পদক্ষেপ নেওয়া দরকার তা এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে নেওয়া হয়নি। তবে খুব শিগগিরই দুর্গাপুরের মানচিত্রে সিএনজি ফিলিং স্টেশন এলে তার তার উপকারিতা সহজেই বোঝা যাবে। কারণ দুর্গাপুরে তিন চাকা অটো গুলি সবকটি চলে সিএনজিতে এবার নিজস্ব বাহনগুলো সিএনজিতে কনভার্ট করতে সকলেই উদ্যোগী হবেন বলে জানালেন এক আধিকারিক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments