সংবাদদাতা, বাঁকুড়া:-
ছত্রিশগড়ের নারায়ণগড়ে দেদার চলল গুলিগোলা। দুস্কৃতিদের গুলিতে জখম হলেন ৫ জন জওয়ান। যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের ২ জন। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের উত্তর শ্রীরামপুরের সুরজিৎ সরকার যিনি আইটিবিপি তে কর্মরত তিনি এই গুলিতে মারা যান। তাঁর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়ার পর থেকেই সুরজিৎের মা, বাবা নিজেদেরকে বাড়িতে গৃহবন্দী করে ফেলেছেন। গত ১ মাস আগেই সুরজিৎ রাস পূর্ণিমার সময় বাড়িতে এসেছিল। এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমেছে।