দুর্গাপুর থেকে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের, আহত এক

644

সংবাদদাতা, বাঁকুড়াঃ-দুর্গাপুর থেকে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের, আহত একজন। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে বড়জোড়া থানার চুনপোড়া শালগাড়ার মাঝে, আজ ভোর তিনটে নাগাদ। জানা গেছে দুর্গাপুর থেকে ঠাকুর দেখে ফিরছিল ওই যুবকেরা। ফেরার পথে মোটর বাইক কালভার্টে ধাক্কা মারে । ঘটনাস্থলে মারা যায় রাহুল বাদ্যকর নামে বছর পঁচিশের যুবক। আহত অনন্ত কর্মকারকে (৩০) মিশন হাসপাতালে এবং দেবাশিস ঘোষকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আজ সকাল আটটা নাগাদ অনন্ত কর্মকারের মিশন হাসপাতালে মৃত্যু হয়। মৃত অনন্ত কর্মকার বড়জোড়া থার্টিন ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায় তিনজনের বাড়িই শীতলা গ্রামে। মৃতদেহ দুটি বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও বিধাননগর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here