সংবাদদাতা, পানাগড় :- সেনা বাহিনীতে চাকরি দেবার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠলো এক সেনা কর্মীর বিরুদ্ধে। ওই সেনা কর্মীর নাম বুদ্ধদেব ব্যানার্জি । ওই সেনা কর্মীর বাড়ি বীরভূমের চন্ডীপুর গ্রামে। তার বিরুদ্ধে অভিযোগ গত কয়েক বছর ধরে বীরভূম জেলার বিভিন্ন এলাকা থেকে বেকার যুবকদের কাছ থেকে সেনা বাহিনীতে চাকরি দেবার নাম করে লক্ষাধিক টাকা নেয়। পরে তাদের বিভিন্ন রাজ্যে চাকরির প্রলোভন দেখিয়ে সেনায় ভর্তির জন্য সাথে করেও নিয়ে যায়। কিন্তু অবশেষে যখন যুবকরা বুঝতে পারে পুরোটাই প্রতারণা তখন তারা তাদের টাকা ফেরৎ চায়। বহুবার বলার পর অবশেষে তাদের চেক দেন ওই সেনা কর্মী পানাগড় সেনা ছাউনির গেটের কাছে। কিন্তু সেই চেক ব্যাংকে জমা করতেই চেক বাউন্স হলে ওই সেনা কর্মীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান তারা। অবশেষে সেনার উচ্চ আধিকারিকের কাছে সমস্ত বিষয় লিখিত জানালেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। সোমবার কয়েকজন যুবক পানাগড় সেনা ছাউনির সেনা কর্মীদের সাথে কথা বলে জানতে পারে ওই সেনা কর্মী পানাগড় সেনা ছাউনি তে পোস্টিং নেই। তাদের কাছেও কোনো সাহায্য না পেয়ে অবশেষে পানাগড় সেনা ছাউনির কর্মীরা আইনের দারস্ত হতে বলেন। তবে এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনও রকম লিখিত অভিযোগ করা হয়নি।