সংবাদদাতা, কলকাতাঃ-
খাল থেকে উদ্ধার হল এক আইটি কর্মীর মৃতদেহ। নাম নিকেত সিং। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের মহিষবাথান উদয়ন পল্লী এলাকায়। আজ সকালে কেষ্টপুরের একটি খালে নিকেতের মৃতদেহটি ভাসতে দেখেন ওই এলাকার বাসিন্দরা। তৎক্ষনাৎ স্থানীয় বাসিন্দারা ইলেক্ট্রনিক্স কমপেক্স থানায় খবর দেয়। পুলিশ এস নিকেতের নিথর দেহটি উদ্ধার করেন। পুলিশের তথ্য অনুযায়ী জানা গেছে, নিকেতের পায়ে ছিল জুতো। এমনকি তার পকেট থেকে একটি আইডি কার্ডও পয়া গিয়েছে। সেখান থেকেই মৃতদেহের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। যদিও এখনো পর্যন্ত নিকেতের বাড়ি কোথায় জানা যায়নি। তবে এটা কি কোনো দুর্ঘটনা? নাকি নিকেতকে খুন করে খালের জলে ফেলে দেওয়া হয়েছে? তা নিয়ে এক গভীর রহস্য দাঁনা বাঁধতে শুরু করেছে। সেটি খতিয়ে দেখার জন্য পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই।