eaibanglai
Homeএই বাংলায়এডস নিয়ে জনচেতনা বাড়াতে উত্তরপ্রদেশের মিরাট থেকে সাইকেলে কলকাতার উদ্দেশ্যে চিকিৎসক

এডস নিয়ে জনচেতনা বাড়াতে উত্তরপ্রদেশের মিরাট থেকে সাইকেলে কলকাতার উদ্দেশ্যে চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- এডস হল মারন রোগ। আমাদের দেশে এই রোগের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে, কিন্তু যদি ঠিক সময়ে এই রোগের চিকিৎসা করানো হয় তাহলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যেতে পারে। কিন্তু কিছু মানুষ যারা আর্থিক দিক থেকে সচ্ছল নয় তারা ঠিক সময় মতো চিকিৎসা করাতে পারেন না। সেই সমস্যার সমাধান ও জনচেতনা জাগরন করতে গত ৩১শে অগষ্ট সুদুর উত্তরপ্রদেশের মিরাট শহর থেকে স্টেট প্যাথলজিক্যাল মেডিকেল কলেজের শিক্ষক “প্যা্থলজিস্ট ” ডঃ অনিল নওশারন সাইকেল নিয়ে কলকাতার রাজ ভবনের উদ্দেশ্যে রওনা দেন। উত্তরপ্রদেশ থেকে আগরা, কানপুর, বারানসি, ঔরঙাবাদ, আসানসোল, হয়ে গত রাত্রে তিনি দুর্গাপুরে এসে পৌঁছান। তিনি জানান যে তার কাজ হল এইচ আই ভি নিয়ে মানুষের মধ্যে আরও সচেতনতা নিয়ে আসতে হবে। তিনি বলেন যে, বিয়ের আগে কুন্ডলী নির্ধারন না করে এইচ আইভি টেস্ট করা খুবই প্রয়োজন, তাতে এই রোগের সংখ্যা কমতে থাকবে। এরপর তিনি তার সাইকেল নিয়ে কলকাতার রাজ ভবন এর উদ্দেশ্যে রওনা দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments