বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ- বাদুড়বাগানে বিদ্যাসাগরের নিজের বাড়ি। সেই বাড়ি আপাদমস্তক সংস্কার করে রাজ্য সরকার সেখানে গড়বে আকাদেমী। গড়া হবে বিদ্যাসাগরের ব্যবহৃত জিনিষ আর পাণ্ডূলিপির সংগ্রহশালাও। সেখানে সারাবছর চলবে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর গবেষনার কাজও। ২৬ সেপ্টেম্বরই বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ পূর্ত্তি। তাই, তাঁর সন্মানে রাজ্যের এই সিদ্বান্ত। উল্লেখ্য, ১৮৯১ সালের ২৯ জুলাই, স্বল্প রোগ ভোগের পর কলকাতার এই বাদুড় বাগানের বাড়িতেই প্রয়াত হন বিদ্যাসাগর। তখন তাঁর বয়স ছিল ৭০ বছর। উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সাথে মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে কলকাতায় আসেন ঈশ্বরচন্দ্র। পিতা ঠাকুরদাস বন্দোপাধ্যায় তাকে সংস্কৃত কলেজে ব্যাকরনের তৃতীয় শ্রেনীতে ভর্তি করেন ১৮২৯-র ১ জুন। তাঁর রোল নম্বর ছিল ২৬৫ আর তাঁর ক্লাসের সেই হাজিরা খাতাটি আজও রয়েছে অমলিন। পরে, ১৮৫০ সালে ঈশ্বরচন্দ্রই ওই সংস্কৃত কলেজের অধ্যাপক নির্বাচিত হন। ১৮৫১ তে হলেন অধ্যক্ষ। তাঁর নিয়োগের চিঠি, তাঁর স্বাক্ষর করা কিছু গুরুত্বপূর্ণ সিদ্বান্তের নথি এসবই স্থান পাবে বাদুড় বাগানের সংগ্রহ শালায়। বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ উপলক্ষ্যে রাজ্য সরকার যে কমিটি গঠন করেছে তার চেয়ারম্যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ বাবু জানান, বাদুড় বাগানের বাড়িটিতে সংগ্রহশালা করাই শুধু নয়। ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে বিদ্যাসাগর সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্বান্ত নেওয়া হয়েছে।