সংবাদদাতা, পানাগড়ঃ- করোণা আক্রান্ত হওয়ার খবর এখন আনাচে-কানাচে। হাসপাতলে ইতিমধ্যেই শয্যা খালি নেই । শিল্পাঞ্চলে প্রতিদিনই বাড়ছে করোণা আক্রান্তের সংখ্যা সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে সমানতালে। সরকারি ও বেসরকারি সমস্ত সংস্থার পক্ষ থেকে বহুবার মানুষকে সচেতন করা হচ্ছে করোণা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য । কিন্তু কে কার কথা শোনে। তেমনই এক দৃশ্য দেখা গেল আজ পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

আজ পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজের টিকাকরণ হওয়ার কথা ছিল । সেইমতো মানুষজন ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েন হাসপাতালের বাইরে। কিন্তু পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ সঠিকভাবে প্রচার ও পরিচালনা না করায় ভীড় জমতে থাকে হাসপাতলে । হাসপাতালে করোনা টিকা নিতে আসা মানুষজনকে টোকেন দেওয়া হয়েছিল । কিন্তু সেই টোকেনে সুনির্দিষ্টভাবে কার কত নম্বর এবং কবে আসতে হবে তা পরিষ্কার করে না লেখা থাকায় বিভ্রান্ত হয়ে মানুষজন হাসপাতালে ভিড় জমান । করোনার দ্বিতীয় ডোজ নিতে আসা সাধারণ মানুষদের অভিযোগ যে হারে হাসপাতালে ভিড় জমেছে তাতে ভ্যাকসিন নিতে এসে উল্টো করোণা আক্রান্ত না হয়ে যান সকলে। কোনরকম করোণা স্বাস্থ্য বিধি না মেনেই চলছে দ্বিতীয় ডজের টিকাকরণ আজ পানাগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।