এই বাংলায় ওয়েব ডেস্কঃ- বাংলা ক্যালেন্ডার অনুসারে এখনও গ্রীষ্মকাল শুরু হতে দিন কয়েক বাকি। এদিকে বসন্তের শেষ লগ্নেই ক্রমশই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। পথে বেরলেই হাঁসফাঁস অবস্থা হচ্ছে। সকাল আটটা থেকে গলদঘর্ম অবস্থা। বেলা যত বাড়ছে, ততই চড়ছে তাপমাত্রার পারদ৷ দক্ষিণ বঙ্গের একাধিক জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে গেছে, কোথাও আবার ৪০ ছুঁই ছুঁই। তার উপর বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের প্রভাবে সংলগ্ন জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে উপকূলীয় জেলাগুলোতে তাপমাত্রা সামান্য কমতে পারে। যদিও তীব্র রোদ ও সঙ্গে আর্দ্রতার কারণে হাঁসফাঁস অবস্থা থাকবেই। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী। কিন্তু দক্ষিণবঙ্গবাসীর জন্য কোনও সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি এই মুহুর্তে কালবৈশাখীরও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাই প্রচণ্ড গরমে রাস্তায় বেরনোর আগে যথোপযুক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা৷
অন্যদিকে দক্ষিণবক্ষবাসীর হাঁসফাঁস দশা হলেও উত্তরবঙ্গে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসও। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আগামীকালও উত্তর বঙ্গের এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।