eaibanglai
Homeউত্তর বাংলাআগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– বিগত কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও অনেক জেলাতেই বৃষ্টির দেখা পাওয়া যায়নি। তবে তামমাত্রা নেমে গেছে অনেকটাই। তীব্র দাবদাহ থেকে মুক্তি পেয়েছে রাজ্যবাসী। এরই মধ্যে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। স্থানীয় বজ্রগর্ভ মেঘের উপস্থিতির কারণে বৃহস্পতিবার অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, শুক্রবার এবং শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রবিবার এবং সোমবার এই দু’দিন আবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া দফতরের। সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনে অন্তত দুই-তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা খুব অসহনীয় হবে না। আগামী এক সপ্তাহে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, শনিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments