এই বাংলায় ওয়েব ডেস্কঃ- হালকা শীতের গরম পোশাক ইতিমধ্যেই বেড়িয়ে পড়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। এবার লেপ কম্বল সহ সমস্ত গরম পোশাক বাক্স প্যাটরা থেকে বের করে ফলতে হবে। কারণ হাওয়া অফিসের পূর্বাভাস সেরকমই ইঙ্গিত দিচ্ছে। সোমবার থেকে কলকতাক সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পরার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শনিবার সকাল পর্যন্ত পারদের হেরফের বিশেষ অনুভূত হবে না। রবিবার সকাল থেকেই মেঘ কেটে পরিস্কার হবে আকাশ। রবিবার রাত থেকেই পারদ নামতে শুরু করবে। হাওয়া অফিসের মতে ‘শার্প ফল’ অর্থাৎ লক্ষ্য করার মতো তাপমাত্রার পারদ পতন হবে আগামী সপ্তাহে। ২৩, ২৪,২৫ ও ২৬, নভেম্বরের এই চারদিন তাপমাত্রার পারদ নামবে হু হু করে। ২২ নভেম্বর অর্থাৎ রবিবার রাত থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। যদিও আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তারপর থেকেই তামমাত্রা কমতে শুরু করবে রাজ্যের প্রায় সব জেলায়। আগামী সপ্তাতে প্রায় ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ।